News desk bd

নিউজ ডেস্ক বিডি

খালেদা জিয়ার চিকিৎসায় জরুরি উদ্যোগ

খালেদা জিয়ার চিকিৎসায় জরুরি উদ্যোগ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য ব্যবস্থা করা বিশেষায়িত এয়ার অ্যাম্বুল্যান্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসার অনুমতি চেয়েছে। অনুমতি চূড়ান্ত হলে এয়ার অ্যাম্বুল্যান্সটি ১০ ডিসেম্বর ঢাকায় থেকে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। বিষয়টি নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জার্মান এভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ আজ তৃতীয় পক্ষের মাধ্যমে ঢাকায় অবতরণ ও লন্ডনে ফেরার জন্য আনুষ্ঠানিক ফ্লাইট শিডিউল জমা দিয়েছে। বেবিচক ইতোমধ্যে সেই আবেদনটি প্রয়োজনীয় অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

জানা গেছে, কাতার সরকার খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বিবেচনায় এনে পূর্বের পরিকল্পনা পরিবর্তন করে নতুন এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করেছে। এ উদ্দেশ্যে এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ (CL60) মডেলের মেডিক্যাল ইভাকুয়েশন এয়ারক্রাফট ভাড়া করা হয়েছে।

দীর্ঘ দূরত্বের রোগী পরিবহন সক্ষমতার কারণে চ্যালেঞ্জার ৬০৪ বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় এয়ার অ্যাম্বুল্যান্স। এটি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সকন্টিনেন্টাল ফ্লাইট পরিচালনায় দক্ষ এবং রোগীর জন্য প্রয়োজনীয় সব ধরনের লাইফ সাপোর্ট সুবিধা যুক্ত রয়েছে। জার্মানির শীর্ষস্থানীয় এয়ার অ্যাম্বুল্যান্স অপারেটররা সাধারণত এসব মিশন-ক্রিটিক্যাল ফ্লাইট পরিচালনা করে থাকে।

বেবিচক জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া মাত্রই বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত সম্পন্ন করা হবে। এয়ার অ্যাম্বুল্যান্সের অবতরণ, প্রস্থানের সময় নির্ধারণ, গ্রাউন্ড হ্যান্ডলিং এবং নিরাপত্তা ব্যবস্থাসহ সব কিছুই বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের বাইরে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর খুব শিগগিরই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া সম্ভব হবে।

দেশবাসীর অনেকেই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে যাচ্ছেন।

এমএফ// নিউজ ডেক্স

খালেদাজিয়া #এয়ারঅ্যাম্বুল্যান্স #ঢাকালন্ডন #BNP_Updates #BangladeshNews

Facebook Link – https://www.facebook.com/newsdeskbdonline

Website Link – https://newsdeskbd.org

YouTube Link – https://www.youtube.com/@NewsDesk.Bangla

Facebook Group Link – https://www.facebook.com/groups/newsdeskbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *