বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে সোহরাওয়ার্দীতে লাখো মানুষের ঢল!
বিজয় দিবসে জামায়াতের যুব ম্যারাথনে সোহরাওয়ার্দীতে লাখো মানুষের ঢল!
মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আয়োজিত এই কর্মসূচিতে লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। বিপুলসংখ্যক তরুণের অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় এক উৎসবমুখর জনসমাবেশে।
সকাল ৮টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনের আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জাতীয় সংগীত, দেশাত্মবোধক স্লোগান ও বিজয় দিবসের চেতনায় পুরো এলাকা উৎসবের রূপ নেয়।
জামায়াত সূত্রে নিউজ ডেস্ক কে জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই যুব ম্যারাথনে ঢাকার বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক তরুণ অংশ নেন। তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে। অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, বিজয় দিবসের বার্তাসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড।
ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে মহান বিজয় দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে তরুণদের রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন হওয়া জরুরি।
আয়োজকদের ভাষ্য, এই যুব ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো মহান বিজয় দিবসের চেতনা তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তাদের সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।
এমএফ// নিউজ ডেক্স
#মহানবিজয়দিবস #যুবম্যারাথন #Bangladesh #VictoryDay #YouthPower
Facebook Link – https://www.facebook.com/newsdeskbdonline
Website Link – https://newsdeskbd.org
YouTube Link – https://www.youtube.com/@NewsDesk.Bangla
Facebook Group Link – https://www.facebook.com/groups/newsdesk
