কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসছে না : খালেদা জিয়ার লন্ডন যাত্রা রোববার!
কাতারের এয়ার অ্যাম্বুলেন্স আসছে না : খালেদা জিয়ার লন্ডন যাত্রা রোববার!
কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে না। কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ে উড়োজাহাজটি রওনা দিতে পারেনি বলে জানা গেছে। সব ঠিক থাকলে আগামীকাল শনিবার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাতে পারে। ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া সম্ভব হচ্ছে না। নতুন পরিকল্পনা অনুযায়ী, তিনি রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে যাত্রা করতে পারেন।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার বক্তব্য উদ্ধৃত করে বিষয়টি জানান।
মির্জা ফখরুল বলেন, কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সময়মতো না আসায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাচ্ছে। কারিগরি ত্রুটির কারণে অ্যাম্বুলেন্সটি আজ ঢাকায় আসছে না। সব ঠিক থাকলে শনিবার পৌঁছাবে।
তিনি আরও জানান—বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত দিলে রোববার লন্ডন নেওয়া হবে। যাত্রার প্রতিটি ধাপ চিকিৎসকদের পর্যবেক্ষণে হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইট ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। তার কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড এবং চোখেও নানা সমস্যা রয়েছে।
২৩ নভেম্বর হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ শনাক্ত হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিবিড়ভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বর্তমান অবস্থার ওপর নির্ভর করেই তার বিদেশ যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এমএফ…..
#KhaledaZia #BNP #DhakaNews #AirAmbulance #BangladeshPolitics
Facebook Link – https://www.facebook.com/newsdeskbdonline
Website Link – https://newsdeskbd.org
YouTube Link – https://www.youtube.com/@NewsDesk.Bangla
Facebook Group Link – https://www.facebook.com/groups/newsdeskbd
