News desk bd

নিউজ ডেস্ক বিডি

ঘোড়াশালে ৫.৭ মাত্রার কম্পনে ঢাকার বিমানবন্দরে সিলিং প্যানেল খসে পড়ে !

ঘোড়াশালে ৫.৭ মাত্রার কম্পনে ঢাকার বিমানবন্দরে সিলিং প্যানেল খসে পড়ে !

ঘোড়াশাল এলাকার নিকটস্থ অঞ্চলে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে। উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। হঠাৎ কম্পনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ ঘরবাড়ি ও দালান থেকে বাইরে বেরিয়ে আসে। শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতের কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্পের ঝাঁকুনিতে রাজধানীর কিছু ভবনে ফাটল দেখা গেছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এরই মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ড্রাইভওয়ের একটি অংশের সিলিং প্যানেল খসে পড়ে। মুহূর্তের মধ্যেই যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হয়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং ক্ষতিগ্রস্ত অংশ সরিয়ে মেরামতকাজ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক আছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি রাখা হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, মাঝারি মাত্রার হলেও এমন কম্পন ভবন কাঠামো ও প্রস্তুতির অভাবের জায়গাগুলো সামনে নিয়ে আসে।

এমএফ……

#EarthquakeBD #GhhorashalQuake #DhakaUpdate #BreakingNews #BanglaSocialNews

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *