ঘোড়াশাল থেকে ৭ কিমি দূরে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা
ঘোড়াশাল এলাকার নিকটস্থ অঞ্চলে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। আজ সকাল ১০টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি শুধু বাংলাদেশেই নয়, পার্শ্ববর্তী ভারতেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। আকস্মিক কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে বাড়ি ও কর্মস্থল থেকে বাইরে বেরিয়ে আসেন।
প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন স্থানে ভবন কেঁপে ওঠা এবং সামান্য ফাটলের মতো ঘটনা দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। ভূমিকম্পের উৎসস্থল তুলনামূলকভাবে অগভীর হওয়ায় অনেক এলাকায় এর কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। বিশেষজ্ঞরা জানান, অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে মাঝেমধ্যে এমন কম্পন হওয়া অস্বাভাবিক নয়। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট পেলে তা দ্রুত জানাতে অনুরোধ করেছে।
এমএফ….
#ঘোড়াশালভূমিকম্প #বাংলাদেশ #Earthquake #দুর্যোগআপডেট #SafetyAlert
