News desk bd

নিউজ ডেস্ক বিডি

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কেঁপে উঠল টেকনাফ

বঙ্গোপসাগর এলাকায় ভূমিকম্প আঘাত হানার ফলে কাঁপন অনুভূত হয়েছে কক্সবাজারের টেকনাফে। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৯ মিনিটে এ কম্পন চারপাশে অস্থিরতা সৃষ্টি করে স্থানীয় মানুষের মাঝে আতঙ্ক ছড়ায়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) নিশ্চিত করেছে যে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ এবং কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। টেকনাফ থেকে কেন্দ্রের দূরত্ব নির্ধারণ করা হয়েছে প্রায় ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। একই তথ্য জানিয়েছে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)। সংস্থাটির মতে, বঙ্গোপসাগরে আঘাত হানা ভূমিকম্পটি ভারতের ত্রিপুরার বিলোনিয়া শহর থেকে ছিল ৩৩৪ কিলোমিটার দক্ষিণে।

এর আগে গত শুক্রবার (২১ নভেম্বর) দেশে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ভবন থেকে পড়ে যাওয়া ইট, আতঙ্কে দৌড়াদৌড়ি ও ভবন থেকে লাফ দেওয়ার ফলে সারাদেশে প্রায় চার শতাধিক মানুষ আহত হয়েছেন।

এর পরদিন শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটেও দেশে আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে এবং মাত্রা ছিল ৩.৩। একই দিন সন্ধ্যায় আবারও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়—মাত্র এক সেকেন্ডের ব্যবধানে দুই দফা। প্রথমটি অনুভূত হয় সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৩.৭। পরবর্তী কম্পনটি ঘটে ঠিক এক সেকেন্ড পর, ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে; মাত্রা ছিল ৪.৩। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

ঘনঘন ভূমিকম্পে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে; বিশেষজ্ঞরা সতর্কতা ও সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

এমএফ…..

#ভূমিকম্প #বঙ্গোপসাগর #টেকনাফ #বাংলাদেশনিউজ #সিসমোলজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *