News desk bd

নিউজ ডেস্ক বিডি

চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিকদের অবরোধ

চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিকদের অবরোধ

চট্টগ্রাম বন্দরে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিকদের অবরোধ

চট্টগ্রাম বন্দরের গেইটগুলোতে বহিরাগতদের চাঁদাবাজি ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পণ্য পরিবহনকারী ট্রাক–লরি ও কাভার্ডভ্যান শ্রমিকরা। দীর্ঘদিনের ভোগান্তির প্রতিক্রিয়ায় বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শুরু হওয়া এই আন্দোলন বন্দরের গুরুত্বপূর্ণ নিমতলা মোড় ও আশপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট।

শ্রমিকদের অভিযোগ, একদল তরুণ প্রতিদিন বন্দরে প্রবেশের সময় ট্রাক ও কাভার্ডভ্যান আটকিয়ে জোরপূর্বক টাকা আদায় করছে। তারা নিজেদের বিএনপি কর্মী পরিচয় দেয় এবং ১০০–১৫০ টাকা করে দাবি করে। অথচ বন্দরে প্রবেশের জন্য সরকারি নির্ধারিত গেইট-ফি মাত্র ৫৭ টাকা ৫০ পয়সা। শ্রমিক ইউনিয়নের দাবি, বন্দর কর্তৃপক্ষ গতকালই নির্দেশ দিয়েছিল যে নির্ধারিত ফি ছাড়া আর কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। এই নির্দেশ কার্যকরের চেষ্টাই উত্তেজনার সূত্রপাত।

চট্টগ্রাম ট্রাক–কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, গত এক মাস ধরে ফকিরহাট, গোসাইলডাঙা ও মাদারবাড়ি এলাকার কয়েকটি গ্রুপ বন্দরের বিভিন্ন গেইট নিয়ন্ত্রণ করছে। গাড়ি আটকিয়ে টাকা নেওয়ার পর গেইট-ফি পরিশোধ করা হয়, আর বাকিটা তারা ভাগাভাগি করে নেয়। বুধবার সকালে শ্রমিকরা টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রথম দফায় কয়েকজনকে মারধর করা হয়। এরপর দুপুরে ইউনিয়নের নেতৃবৃন্দ দুই নম্বর গেইটে গেলে বহিরাগতরা দলবদ্ধ হয়ে আবার হামলা চালায়—এতে কয়েকজন শ্রমিক আহত হন এবং হাসপাতালে পাঠানো হয়।

এমন হামলার পর বিকেল ৪টার দিকে শ্রমিকরা নিমতলা মোড়ে ট্রাক–কাভার্ডভ্যান সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্যারিকেড গড়ে তুলেন। এতে বন্দর সংলগ্ন ব্যস্ততম এলাকায় যান চলাচল প্রায় থেমে যায় এবং শত শত যাত্রী ও গাড়ি আটকে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। বন্দর কর্তৃপক্ষও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।

অবশেষে সাড়ে ৫টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। তবে তারা দাবি করেন—বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ না হলে আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।

বন্দর থানার ওসি মোস্তফা আহমেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। শ্রমিকদের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া মাত্র তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএফ….

#ChattogramPort #WorkersProtest #BanglaNews #TransportSector #SocialUpdate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *