News desk bd

নিউজ ডেস্ক বিডি

দেশে ফিরেই বিমানবন্দরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

দুবাই থেকে দেশে ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন। শনিবার (৮ নভেম্বর) ভোররাতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সিংগাইর থানায় একাধিক মামলা রয়েছে। তিনি সরকার পতনের পর দুবাইয়ে আত্মগোপনে চলে যান।

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে দেশে ফেরার সময় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে শনাক্ত করেন। আটকের পর তাকে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক মামুন সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডী গ্রামের আব্দুস সামাদের ছেলে। তাকে বর্তমানে সিংগাইর থানায় রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *