ওসমান হাদির অবস্থা স্থিতিশীল !
ওসমান হাদির অবস্থা স্থিতিশীল !
সিঙ্গাপুর থেকে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওসমান হাদির বড় ভাই ওমর ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন, ওসমান হাদির শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বর্তমানে স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃদপিণ্ড আরও কার্যকরভাবে কাজ শুরু করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সিঙ্গাপুরে নেওয়ার সময় হঠাৎ শ্বাস-প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দর থেকেই দ্রুত তাকে Singapore General Hospital-এর আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা স্যালাইনের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করেন এবং প্রায় দুই ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এর পর ধীরে ধীরে তিনি চিকিৎসায় সাড়া দিতে শুরু করেন।
স্বাস্থ্য পরিস্থিতি স্থিতিশীল হওয়ার পর সোমবার দিবাগত রাতেই (বাংলাদেশ সময় রাত দুইটা পর্যন্ত) তার প্রয়োজনীয় সব পরীক্ষা সম্পন্ন করা হয়। বর্তমানে তাকে বিশেষায়িত আইসিইউতে রেখে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে, যারা রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করবেন।
এমএফ// নিউজ ডেক্স
#ওসমানহাদি #স্বাস্থ্যসংবাদ #Singapore #ICU #BreakingNews
Facebook Link – https://www.facebook.com/newsdeskbdonline
Website Link – https://newsdeskbd.org
YouTube Link – https://www.youtube.com/@NewsDesk.Bangla
Facebook Group Link – https://www.facebook.com/groups/newsdeskbd
