News desk bd

নিউজ ডেস্ক বিডি

‘এআইকে অন্ধ বিশ্বাস করলে বিপদ’

‘এআইকে অন্ধ বিশ্বাস করলে বিপদ’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যত উন্নতই হোক, অন্ধবিশ্বাস করা বিপজ্জনক—এমনই সতর্কবার্তা দিয়েছেন গুগলের পেরেন্ট কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই। তার মতে, প্রযুক্তি যতই উন্নত হোক, তা নিখুঁত নয় এবং জেনারেটিভ এআই এখনো ভুল তথ্য দেওয়ার ঝুঁকি বহন করে।

গুগলের মতো প্রতিষ্ঠান বহুস্তরের যাচাই-বাছাই করে ফলাফল উপস্থাপন করলেও এআই মডেলগুলো মূলত শেখা ডেটার ওপর ভিত্তি করে ভবিষ্যদ্বাণী করে। ফলে ডেটা না থাকলে ‘হ্যালুসিনেশন’ তৈরি হতে পারে—অর্থাৎ অনুমাননির্ভর ভুল তথ্য। এছাড়া আপডেট না থাকা তথ্য, ভাষাগত সীমাবদ্ধতা কিংবা আঞ্চলিক পার্থক্যও ভুলের কারণ হতে পারে।

সুন্দর পিচাই মনে করেন, লেখালেখি, আইডিয়া তৈরি বা প্রাথমিক ধারণা নিতে এআই দুর্দান্ত সহায়ক; কিন্তু এটিকে কখনোই চূড়ান্ত তথ্যসূত্র হিসেবে ধরলে ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে স্বাস্থ্য, অর্থনীতি, রাজনীতি বা সংবাদ পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যাচাই ছাড়া এআই-নির্ভর হওয়া বিপদ ডেকে আনতে পারে।

তবে এই সতর্কবার্তা সামনে আসার পর বিশেষজ্ঞদের একাংশ গুগলের সমালোচনা করেছেন। তাদের দাবি, কোটি মানুষের ওপর প্রভাব ফেলা প্রতিষ্ঠানগুলোর উচিত এআই-এর ভুল কমানো, শুধু ব্যবহারকারীকে ‘যাচাই করুন’ বললে দায়িত্ব এড়ানো হয়। কারণ ভুল এআই-তথ্য কখনো কখনো বিপর্যয় ডেকে আনতে পারে।

তবুও সুন্দর পিচাইয়ের বার্তা স্পষ্ট—এআই ব্যবহার করুন, কিন্তু বিচারবুদ্ধিকে সঙ্গে রেখেই। প্রযুক্তি যত উন্নতই হোক, মানুষের অনুমান, অভিজ্ঞতা ও যাচাই-বাছাইয়ের বিকল্প নেই। সচেতনভাবে ব্যবহার করলে এআই হবে সহায়ক; কিন্তু অন্ধভাবে বিশ্বাস করলে বিপদ অনিবার্য।

এমএফ…


#ArtificialIntelligence #SundarPichai #DigitalSafety #TechNewsBangla #AICaution

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *