News desk bd

নিউজ ডেস্ক বিডি

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা ইউনূস


আগামী জাতীয় নির্বাচন ও গণভোটকে “দেশ রক্ষার নির্বাচন” আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জেলা প্রশাসকদের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য নিয়োগ পাওয়া ৫০ জনসহ মোট ৬৪ জেলার জেলা প্রশাসকদের উদ্দেশ্যে বক্তৃতা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন কেবল পাঁচ বছরের সরকার গঠনের প্রক্রিয়া নয়; গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ। তাঁর ভাষায়, “এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে—এবার সেই স্মৃতি মুছতে হবে।” তিনি এটিকে গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম নির্বাচন হিসেবে উল্লেখ করে বলেন, “এই নির্বাচন জাতির ভবিষ্যৎ শতাব্দীর গতিপথ নির্ধারণ করবে।”

জেলা প্রশাসকদের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, “এ নির্বাচনে ব্যর্থতার সুযোগ নেই। জাতি নবজন্ম লাভ করবে, আর আপনারাই দাঁড়াবেন ধাত্রীর ভূমিকায়।” তিনি মাঠ প্রশাসনকে তথ্যভিত্তিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নির্বাচনকে একই সঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখতে হবে।”

তিনি বিশেষভাবে স্মরণ করিয়ে দেন যে বিপুলসংখ্যক তরুণ ও নারী ভোটার আছেন যারা গত ১৫ বছর ভোট দিতে পারেননি। তাঁদের প্রত্যাবর্তনই নির্বাচনের অন্যতম চ্যালেঞ্জ ও সম্ভাবনা বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক আগ্রহ প্রসঙ্গে ইউনূস বলেন, “বিশ্বের বহু পর্যবেক্ষক এ নির্বাচনের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। তারা দেখতে চান—বাংলাদেশ কেমন নির্বাচন আয়োজন করতে পারে।” তিনি আরও বলেন, “এই নির্বাচনকে সফল করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের অঙ্গীকার। এটা একটি অভিযান—এ অভিযানে আমাদের জিততেই হবে। স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতেও জিততে হবে।”

বৈঠকটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদ। উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল। মাঠ প্রশাসনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

আগামী নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন, রাজনৈতিক মহল এবং আন্তর্জাতিক সমাজ—সবাই নজর রাখছে এই প্রস্তুতি ও অঙ্গীকার বাস্তব রূপ পায় কি না।

এমএফ….

১৭ নভেম্বর ২০২৫, ঢাক

#BangladeshElection2025 #DigitalNewsBD #NationalVote #YunusSpeech #GovtUpdate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *