মাইলস্টোন বিমান দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

গতকাল ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার সিসিটিভি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। দূরের একটি বাড়ির সিসি ক্যামেরায় ধারনকৃত এই ফুটেজের সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে সেই ভিডিও ফুটেজ অনুসারে দেখা যায়,
হুট করে দ্রুত গতিতে ছুটে আসা ফাইটার জেটটি খাড়া নিচের দিকে পড়ে যাচ্ছে এবং পড়ে যাওয়ার পরপরই বিশাল আগুনের কুন্ডলী ও কালো ধোয়া দেখা যায়।
অনেক দূরের এই ফুটেজে মনে হচ্ছে পাইলট কোন জায়গা টার্গেট করে যাচ্ছিলো এরমধ্যেই বিমানটি পুরোপুরি বিকল হয়ে Nosedive করে স্কুলটির উপর আছড়ে পড়ে।
পুরোপুরি বিকল হয়ে যাওয়া জেটথেকে তখন পাইলট ইজেক্ট করেন বলে ধারনা করা হচ্ছে। ভিডিওফুটেজে টাইম স্ট্যাম্প হিসেবে ১:১৩ দেখা যাচ্ছে, অর্থাৎ উড্ডয়নের ৭ মিনিটের মাথায় বিমানের ত্রুটি নিয়ে বিমানটি ক্র্যাশ করে। বিস্তারিত দেখুন ভিডিওতে